ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপাল ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচ খেলতে সোমবার দুপুর ১২টায় ঢাকায় পা রাখার কথা ছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় বিকেলে ঢাকায় এসে পৌঁচ্ছান জাতীয় দলের এই তারকা ফুটবলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন। যে কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে। একইদিন ৬ ঘন্টা বিলম্বে ঢাকায় আসেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।
আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন হামজা।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।
গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তারা। ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।
বিমানবন্দরে নামার পর সরাসরি জাতীয় দলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা। সেখানে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প।গতকাল কোনো অনুশীলন না থাকায় হোটেলেই বিশ্রাম নেন তিনি।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সেই সেশনে দেখা যাবে হামজাকে।