চলতি মাসের মাঝামাঝিতে খবরটি জানিয়েছিল ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম। তখন থেকে সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন ২২ বছর বয়সী ফ্লোরিয়ান ভির্টৎস লিভারপুলে যোগ দিচ্ছেন। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করানোর খবরটি গতকাল জানিয়েছে লিভারপুল। গতকাল ক্লাবটির অনুশীলন গ্রাউন্ডে তাঁর স্বাস্থ্যপরীক্ষাও সম্পন্ন হয়েছে। লেভারকুসেনকে থেকে ভির্টৎসকে আনতে নিজেদের ক্লাব রেকর্ড ভেঙেছে লিভারপুল। আগেই জানা গিয়েছে, মোট ১১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে তাঁকে কিনছে তারা। এর মধ্যে শুরুতে ১০ কোটি পাউন্ড দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।