ঈদেও ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে ফিরেছে নারী ফুটবলাররা। আজ সোমবার ফুটবলারদের অনুশীলন শুরেু হবে ইংলিশ কোচ বাটলারের অধীনে। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্ব। যেখানে অংশ নিবে বাংলাদেশ দল। জাতীয় দলের নিয়মিত ১৮ খেলোয়াড়ের ক্যাম্পে অংশ নেয়ার বিষয়টি এখনও ঝুলে আছে। সাবিনাদের সাথে কোচের সমঝোতা হয়নি। এরই মাঝে চার নারী ফুটবলার ভুটানের নারী ফুটবল লিগ খেলতে রোববার সকালেবাংলাদেশ ছেড়েছেন। তারা হলেন,জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। গতকালই থিম্পুতে তারা পৌঁছানোর পর ক্লাব পারো এফসি’র কর্মকর্তারা তাদের অর্ভ্যথনা জানিয়েছেন। ভুটানের নারী লিগে বাংলাদেশের আরো দুই খেলোয়াড় গোলরক্ষক রুপ্না চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার বিষয় চূড়ান্ত বলে জানা গেছে। সাগরিকা বয়স জটিলতায় শেষ মুহুর্তে নিবন্ধন করতে পারেননি। তার পরিবর্তে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের সঙ্গে আলোচনা করছে ভুটানের ক্লাবটি। কৃষ্ণার বিষয়টি চূড়ান্ত হলে মাসুরা, রুপ্না একসঙ্গে ভুটানে রওনা হবেন। কৃষ্ণা ছাড়াও সানজিদা, সিনিয়র শামসুন্নাহারেরও ভুটানের লিগে খেলার সম্ভাবনা রয়েছে। বাফুফে তাদেরও ছাড়পত্র দিয়ে রেখেছে। এদিকে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই লক্ষ্যে বাফুফে ৫৫ জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে। ফুটবলাররা ক্যাম্পে এলেও গত রাতে ইংলিশ কোচ বাটলারের ঢাকায় ফিরার কথা রয়েছে। শিডিউল অনুযায়ি আজ সকাল ও বিকেল দুই বেলা ফুটবলারদের জিম সেশনের সূচি রয়েছে। দুই সেশনেই বাটলার উপস্থিত থাকবেন বলে বাফুফে জানিয়েছে। এদিকে বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ জন। এদের মধ্যে চার জন ভুটান গেছেন। আরো যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভুটান যাবেন না বা পরে যাবেন, তারা ভুটান যাওয়ার আগ পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করবেন কিনা সেটাই দেখার বিষয়। কোচিং স্টাফ ও ফেডারেশনের ধারণা, ভুটান যাওয়ার আগ পর্যন্ত রুপ্না, মাসুরা, কৃষ্ণারা বাটলারের অনুশীলনে থাকবেন। যারা ভুটানে যাবেন না তারাও এই কোচের অধীনে থাকবেন। ফুটবলাররা খানিকটা নমনীয় হলেও কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি। যদিও শনিবার রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন সভাপতির সঙ্গে নারী ফুটবলারদের চলমান অ¯ি’রতা নিয়ে কথা হয়নি। প্রেডিসেন্টের নেতৃত্বে আমরা সদস্যরা তাদের ধন্যবাদ ও ঈদ মোবারক জানিয়েছি এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি যাতে বাড়ে এই বিষয়ে কথা হয়েছে।