রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। কোপা ইতালিয়ার ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে। এই জয়ে ১৯৭৪ সালের পর এই প্রথম কোনো মেজর শিরোপা জিতল ক্লাবটি। ম্যাচে জযসূচক একমাত্র গোলটি করেছেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ডান এনদোয়ে। বক্সের ভেতরে পাওয়া বল দখলে নিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। নিয়ম অনুযায়ী কোপা ইতালিযার জয়ী দল ইউরোপা লিগে খেলার সুযোগ পায়। এই জয়ের মাধ্যমে সিরি এ’র টেবিলে সপ্তম স্থানে থাকা বোলোনিা আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে পারবে। অন্যদিকে, ২০০৩ সালের পর আর কোপা ইতালিয়া শিরোপা জিততে না পারা এসি মিলান এখনো কোন ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার টিকিট পায়নি। মৌসুমে দারুণ খেলতে থাকা বোলোনিয়া মাঠে নামে স্কটিশ মিডফিল্ডার লুইস ফার্গুসনের নেতৃত্বে। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি দলটি।

প্রথমার্ধে সুযোগ এসেছে এসি মিলানের সামনেও। কিন্তু গোলরক্ষক লুকাশ স্কোরুপস্কির দারুণ সব সেভে ম্যাচে নিজেদের অবস্থান ধরে রাখে বোলোনিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙে বোলোনিয়া। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় এনদোয়ের একমাত্র গোলে জয় পায় দলটি। এতেই ৫১ বছর পর এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতে শেষ হয় ভক্তদের দীর্ঘ অপেক্ষা। বোলোনিয়া কোচ ভিনচেনজো ইতালিয়ানো আগের দুই মৌসুমে ফিওরেন্তিনার হয়ে তিনটি ফাইনালে হেরেছেন। নিজের চতুর্থ ফাইনালে জয় পেয়ে ৪৭ বছর বয়সী কোচ বলেন, ‘আমরা এই শিরোপার যোগ্য ছিলাম। আজ রাতে আমরা দারুণ খেলেছি। এটা আমাদের ভক্তদের জন্য এক অবিশ্বাস্য উপহার।’ ২০০৮ সালের পর থেকে শুধু জুভেন্টাস, ইন্টার মিলান, নাপোলি ও লাৎসিওর মধ্যেই সীমাবদ্ধ ছিল কোপা ইতালিয়া শিরোপা। এবার সেই ধারায় পরিবর্তন আনল বোলোনিয়া। ইন্টারনেট