প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় বৃহস্পতিবার ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে বালক গ্রুপে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় ২-০ গোলে। আর মেয়েদের ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারায় জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন্স দল ৩ লাখ টাকা, রানার্সআপ দল ২ লাখ টাকা এবং তৃতীয় দল ১ লাখ টাকা পেয়েছে। ছেলেদের বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নাহিদ হোসেন তোহা। সর্বোচ্চ গোলদাতা হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জুবাইর। মেয়েদের মধ্যে টুর্নামেন্ট সেরা হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন। সর্বোচ্চ গোলদাতা বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি।
ফুটবল
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কুতুবদিয়া ও জোড়গাছা
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার