আগামী ৩ বা ১০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ১ মার্চ পরিচালনা পর্ষদের সভায় নেয়া এ সিদ্ধান্তের পর এজিএম উপলক্ষে গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে আনতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী এ ক্লাবটি। তারই অংশ হিসেবে ক্লাবটি চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। যে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সাবেক ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়াকে। ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনামকে চেয়ারম্যান করে গঠন করা এজিএম প্রস্তুতি কমিটির দুই সদস্য হচ্ছেন পরিচালক প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া ও মাসুদুজ্জামান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটি প্রয়োজন মনে করলে নিজেদের মধ্যে আলোচনা করে কমিটির সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ২০২১ সালের ৬ মার্চ সর্বশেষ নির্বাচন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এই পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২৩ সালের ৫ মার্চের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও কেটে গেছে আরও দুই বছর।
ফুটবল
মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া
আগামী ৩ বা ১০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ১ মার্চ পরিচালনা পর্ষদের সভায় নেয়া এ সিদ্ধান্তের পর এজিএম উপলক্ষে গুরুত্বপূর্ণ
Printed Edition
