স্বপ্নপূরণের আরও কাছে সামিত সোম। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামার আগে যে সব ধাপ সম্পন্ন করতে হয় তার মধ্যে একটি অন্যতম ছিল কানাডার সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়া। সেই ছাড়পত্র বৃহস্পাতিবার পেয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার। সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেছেন, ‘আমার মনে করছিলাম এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আমরা পেয়েছি। মাত্র সাত-আটদিন লেগেছে।’

বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আর মাত্র দুটি ধাপ বাকি সামিতের। সেই দুটির একটি বাংলাদেশের পাসপোর্ট পাওয়া। এটি পেতে দুই-তিন দিনের মধ্যেই কানাডার বাংলাদেশী হাইকমিশনে গিয়ে সামিত আবেদন করবেন বলে শোনা যাচ্ছে। পাসপোর্ট পাওয়ার পর ফিফার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। আর সেটি হচ্ছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। এই দুটি ধাপ দ্রুত সম্পন্ন করতে পারলেই আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে সামিতের। সামিতের বাবা-মা দুজনই বাংলাদেশী হওয়ায় পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা না হওয়ারই কথা। যেনমটা হামজা চৌধুরীর ক্ষেত্রে হয়েছে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হওয়া লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পরপরেই পেয়ে যান। ঠিক তেমনি কানাডার জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা সামিতের জন্য পাসপোর্ট পাওয়া সহজ হতে পারে।