ভুটান নারী ফুটবল লিগে খেলতে আর ও চার ফুটবলার যাচ্ছেন থিম্পু। এবার ভুটান লিগে বাংলাদেশী ফুটবলারদের চাহিদা বেড়েছে। তাই তো ১০ জন ফুটবলার এ পর্যন্ত ভুটান লিগে খেলা চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে এফসি পারোতে খেলতে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। ১১ এপ্রিল যাওয়ার কথা রয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপণা চাকমার।
বাফুফে সূত্রে জানা গেছে, বাটলারের ক্যাম্পে যোগ দেয়া আরও চার ফুটবলার থিম্পু যাচ্ছেন। তার মধ্যে সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলবেন থিম্পু সিটির হয়ে আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে কৃষ্ণা রাণী সরকার। ট্রান্সপোর্ট অবশ্য দলে চেয়েছিল মোসাম্মৎ সাগরিকাকে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় যাওয়া হচ্ছে না তাঁর। সাগরিকার জায়গায় খেলতে যাচ্ছেন কৃষ্ণাক। বাংলাদেশের মেয়েদের ভুটানের লিগে খেলার ব্যাপারে প্রয়োজনীয় কার্য সম্পাদন করছেন বাংলাদেশে ফিফা এজেন্ট নিলয় বিশ্বাস। তিনি বলেছেন, ‘সানজিদা, মারিয়া, শামসুন্নাহারকে নিচ্ছে থিম্পু সিটি। আর কৃষ্ণা যাচ্ছেন ট্রান্সপোর্টে। আশা করা যায়, দ্রুতই তাঁরা ভুটানে যাবেন। এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি খেলোয়াড়ের ভুটানের লিগে খেলা নিশ্চিত হয়েছে।’
দিকে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ‘কৃষ্ণা, সানজিদা, শামসুন্নাহার, মারিয়া মান্দাদের ছাড়পত্র দিয়ে দিয়েছে বাফুফে। ফলে তারা যাচ্ছে, এটা চূড়ান্তই। থিম্পু সিটি কৃষ্ণা, সানজিদা, মারিয়ার সঙ্গে শামসুন্নাহার জুনিয়রকে চেয়েছিল। কিন্তু সে যাবে না। তার জায়গায় শামসুন্নাহার সিনিয়রকে নিয়েছে ক্লাবটি।’