মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। বায়ার্নে তার মৌসুম শেষ করবেন ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ২০০০ সালে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেয়ার মাধ্যমে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শুরু মুলারের। ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী (৭৪৩ ম্যাচ) খেলোয়াড় মুলার এবার ক্লাবটির সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি টানবেন। এক পোস্টে মুলার জানিয়েছেন, ‘ক্লাবটি পরবর্তী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে।’ এটি আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে এটা গুরুত্বপূর্ণ যে ক্লাবটি তার বিশ্বাস অনুসরণ করে। আমি এই পদক্ষেপকে সম্মান করি।

২০০৮ সালে বায়ার্ন মিউনিখের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় ৩৫ বছর বয়সী মুলারের। ক্লাবটির হয়ে টানা ১১সহ ১২টি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি ডিএফবি-পোকাল শিরোপাও জিতেছেন তার ১৭ বছরের বায়ার্ন ক্যারিয়ারে। মুলার বায়ার্নের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। গার্ড মুলার (৫৬৫) এবং রবার্ট লেভানডোভস্কি (৩৪৪)-এর পরে তার গোল সংখ্যা ২৪৭টি। ইন্টারনেট