প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব। যার প্রভাব সবকিছুতেই পড়তে শুরু করেছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নন। ফলে প্রযুক্তির কল্যাণে সামনে এগিয়ে যাচ্ছে খেলা। বর্তমানে সব খেলার মতো ফুটবল খেলাও প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করেছে। খেলার মাঠে প্রযুক্তির সুফল ইতোমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যার ফলে মাঠে রেফারির কোনো সিদ্ধান্ত নিতে ও দিতে অনেক সহজ হয়ে উঠেছে, আবার রেফারির দেয়া সেই সিদ্ধান্তে মাঠে সন্তুষ্ট থাকতে দেখা যাচ্ছে খেলোয়াড়দেরও। এবার ফুটবল মাঠে নতুন প্রযুক্তি যোগ করতে যাচ্ছে ফিফা। ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০২৫ সালের এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অনেক নতুন কিছু পরিচয় করিয়ে দিচ্ছে ফিফা। সেই নতুনের একটি হচ্ছে ফুটবল মাঠে থাকা রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যামের সংযোজন।

সোমবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা কেেরছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানেই ফিফা এ তথ্য জানিয়েছে। ক্লাব বিশ্বকাপের এবারের আসরের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারিরা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। মাত্র ৪১টি দেশ থেকে ম্যাচ অফিশিয়ালরা এবারের ক্লাব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছেন। শুধু রেফারিদের বডি ক্যামেরাই নয়, ক্লাব বিশ্বকাপে আরও একটি বড় প্রযুক্তি নিয়ে আসছে ফিফা। আর তা হলো ক্লাব বিশ্বকাপে গোলকিপাররা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে। এই প্রযুক্তির বিষয় নিয়ে ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানান, ‘আমরা মনে করি, এতে দর্শক খেলাটি দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তারা দেখবেন, যা তারা আগে কখনো দেখার সুযোগ পাননি। রেফারিদের প্রশিক্ষণেও কাজে লাগবে এটি। তারা কীভাবে কাজ করেন সেটিও বুঝতে পারা যাবে। রেফারি কী দেখছেন, সেটির গুরুত্ব কম নয়।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ক্লাব বিশ্বকাপ। যার ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৩ জুলাই।