বাংলাদেশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত ড্র’তে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কারণ একই গ্রুপে পড়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ দলই অংশগ্রহণ করছে ফেডারেশন কাপে। গত লিগের স্ট্যান্ডিং অনুযায়ী দশ দলকে পাঁচ পটে ভাগ করা হয়। প্রতি পট থেকে তোলা প্রথম দলটি বি গ্রুপে স্থান পেয়েছে। পঞ্চম পট থেকে ড্র শুরু হয়েছে। প্রথম পটের ড্র সবার শেষে হয়েছে। গত লিগে মোহামেডান চ্যাম্পিয়ন ও আবাহনী রানার্স আপ ছিল। একই পটে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দুই দলের এক গ্রুপে পড়ার সুযোগ ছিল না। প্রথম পট থেকে মোহামেডানের নাম আগে উঠায় বি গ্রুপের প্রথম দল হয়েছে। দ্বিতীয় পট থেকে আগে উঠেছিল বসুন্ধরা কিংস। এতে কিংস ও মোহামেডান এক গ্রুপে পড়েছে। সপ্তাহের মঙ্গলবার দুই ভেন্যুতে ফেডারেশন কাপের দু’টি করে ম্যাচ অনুষ্টিত হবে। লিগ পাঁচ ভেন্যুতে হলেও ফেডারেশন কাপের খেলাগুলো বসুন্ধরা কিংস অ্যারেনা এবং কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে। কোন দিন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটাও ড্র‘র মাধ্যমে নির্ধারিত হয়েছে। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলবে। এজন্য ২৩ সেপ্টেম্বর বি গ্রুপের ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ শুরু হচ্ছে। ফিকশ্চার ফরম্যাট এখনো প্রকাশ না করায় বোঝা যাচ্ছে গ্রুপ পর্বে কয়টি ম্যাচ কিংস হোম হিসেবে পাচ্ছে। দুই গ্রুপে পাঁচটি করে দল। প্রত্যেকে গ্রুপ পর্যায়ে চারটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে দুই গ্রুপের দুই শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। গত আসরের মতো এবারও ক্রিকেটের আইপিএলের আদলে দুই রানার্স আপ দল ও দুই চ্যাম্পিয়ন দল প্রথমে মুখোমুখি হবে। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে। পরাজিত দল দুই রানার্স আপের মধ্যকার ম্যাচের জয়ী দলের পক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী বছর ১০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল রেখেছে বাফুফে। ড্রয়ের পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালীন ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে। পূর্বের রীতি অনুযায়ী ফাইনাল ও কোয়ালিফায়ারের ভেন্যু পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের নাম আজ রোববার ঘোষণা হতে পারে।’ উল্লেখ্য আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। এবার একসঙ্গে চলবে দুই প্রতিযোগিতা শুক্রবার ও শনিবার হবে বিপিএল ম্যাচ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচ। নতুন মৌসুমে মোট পাঁচটি ঘরোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফেডারেশন কাপের পর আসবে সুপার কাপ, আর মৌসুমের শেষ দিকে হবে স্বাধীনতা কাপ যেখানে খেলবেন কেবল স্থানীয় ফুটবলাররা। ‘এ’ গ্রুপ: আবাহনী, রহমতগঞ্জ,ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল, পিডব্লিউডি ‘বি’ গ্রুপ: আরামবাগ, বাংলাদেশ পুলিশ, ফর্টিজ, বসুন্ধরা কিংস ও মোহামেডান।