আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। সেলেসাওদের পরবর্তী ম্যাচ জুনের প্রথম সপ্তাহে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচের আগে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে সিবিএফ। শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ কনফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো ও টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
সভা শেষে কায়তানো সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ও টেকনিক্যাল সমন্বয়কের সঙ্গে আমরা বৈঠক করেছি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আমরা নতুন কোচ নিয়োগ দেব।’ জুনের আগে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হবে নাকি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় নিয়ে স্থায়ী কোচ নিয়োগ পাবে তা পরিষ্কার করা হয়নি। সিবিএফের কোচের তালিকায় যে নাম আছে তাদের বর্তমান চাকরির অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে, অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের কোচের তালিকায় নাম আছে চারজনের। তারা হলেন- কার্লো আনচেলত্তি, হোর্হে জেসুস, আবেল ফেরেইরা ও হোসে মরিনহো। এর মধ্যে জেসুস, ফেরেইরা ও মরিনহো পর্তুগিজ কোচ। আনচেলত্তি ইতালিয়ান। ব্রাজিল কনফেডারেশন এখনো মনে করছে, আনচেলত্তিকে কোচ করতে পারা হবে স্বপ্নের প্রজেক্ট। তবে তাকে পাওয়াই এখন পর্যন্ত সবচেয়ে জটিল প্রক্রিয়া মনে করা হচ্ছে।