আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির আগমনে ভারতজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। সর্বশেষ ২০১১ সালে মেসি ভারতে এসেছিলেন। এবার ১৪ বছর পর শুক্রবার রাতে ভারতে পা রাখার কথা ৩৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে নানান সব আয়োজন।এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাস্কর্য আজ শনিবার উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনও ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের উদাহরণ নেই। মেসি ভ্রমণ করবেন ভারতের চারটি শহরে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই তাকে ঘিরে থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। কলকাতা দিয়ে শুরু। সফর শেষ হবে রাজধানী দিল্লিতে। যেখানে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। হায়দরাবাদে মেসির সঙ্গে ছবি তোলারও সুযোগ পাবেন ভক্তরা। অবশ্য সেই সুযোগ হবে মাত্র ১০০ জনের। তবে সেটিও সহজ নয়। ছবি তুলতে হলে আপনার থাকতে হবে কাড়ি কাড়ি টাকা। ইন্টার মায়ামিতে খেলা এই ফুটবলারের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ৯.৯৫ লক্ষ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা। হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে এই ছবি তোলা যাবে। এজন্য আগ্রহী ব্যক্তিদের অনলাইনে বিশেষ অ্যাপে বুকিং দিতে হবে।
ফুটবল তিন দিনের বিশেষ ‘গোট ট্যুর’ উপলক্ষে শনিবার কলকাতায় নিজের ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার ভাস্কর্য উন্মোচন করবেন আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা অবস্থায় তৈরি এই বিশাল লৌহমূর্তি ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে রীতিমতো উন্মাদনা ছড়িয়েছে। যদিও নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি উপস্থিত থাকছেন না, ভিডিও কলের মাধ্যমে তিনি মূর্তিটি উন্মোচন করবেন। কলকাতায় তৈরি হয়েছে বিশেষ ‘হোলা মেসি’ ফ্যান জোন, যেখানে দেখা যাচ্ছে সিংহাসনে বসে থাকা মেসির জীবনÑআকারের প্রতিকৃতি। আরও রয়েছে তার মায়ামির বাড়ির নিখুঁত প্রতিরূপ, এমনকি পরিবারের সদস্যদের ম্যানেকুইনও সাজানো হয়েছে সেখানে। ৬৪ বছর বয়সী সমীর নন্দীর মতো বহু সমর্থকের কাছে এটি স্বপ্নপূরণের সমান। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘কেবল সাফল্য নয়, তার ধৈর্য আর লড়াই আমাকে মেসির প্রতি আরও অনুরক্ত করেছে। এই ভাস্কর্য তার জন্য যথার্থ সম্মান।’ মূর্তিটির প্রধান শিল্পী মন্টি পল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানান, মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে এই বিশাল ভাস্কর্য। তার ভাষায়, “মেসির ভাস্কর্য তৈরি করা গর্বের ব্যাপার। এটি আমার নির্মিত সবচেয়ে উঁচু ভাস্কর্য।”আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির এই সফরে আরও রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ। কলকাতায় একটি সংক্ষিপ্ত প্রীতি ম্যাচও খেলবেন তিনি। ভারত সফরকে সম্মান মনে করছেন মেসি। তিনি বলেন, ‘ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানে যে ভালোবাসা পেয়েছিলাম, তা আজও মনে আছে। এখানে নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ কলকাতা সফর শেষে মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লি ভ্রমণ করবেন মেসি। হায়দরাবাদে তার সম্মানে একটি কনসার্টও আয়োজন করা হয়েছে। রাজধানীতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টার মায়ামিকে এমএলএস শিরোপা জেতানোয় কয়েকদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি। আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনেও নেতৃত্ব দেবেন তিনি। শনিবার যুবভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শাহরুখ, সৌরভেরাও থাকবেন। তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। গাড়ি রাখার ক্ষেত্রেও শুক্রবারই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।প্র¯‘তি সম্পূর্ণ। অপেক্ষা শুধু মেসির আসার। ২০১১-র পর ২০২৫। ১৪ বছর পর আবার শহরের ফুটবলপ্রেমীরা আবার দেখার সুযোগ পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে।