২০০২ সালের বিশ্বকাপজয়ী এবং প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকা আবারও ফিরতে চান জাতীয় দলে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সদস্য হিসেবে। আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে ব্রাজিল দলের কোচিং ইউনিট, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই কাকা তার আগ্রহ প্রকাশ করেছেন। ব্রাজিল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছেন কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ। তার অধীনে কাজ করতেই আগ্রহী কাকা। কাকা বলেন, 'জাতীয় দল যদি মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি পুরোপুরি প্রস্তুত। ২০১৭ সালে খেলা ছেড়েছি। এরপর থেকেই নিজেকে প্রস্তুত করছিÑহার্ভার্ড ইউনিভার্সিটিতে স্পোর্টস বিজনেস কোর্স করেছি, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স করেছি। ইন্টারনেট