মেজর লিগ সকারে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি। তারা কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে। ক্লিভল্যান্ডে ম্যাচের ৩০ মিনিটে একমাত্র গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। তাছাড়া অস্কার উস্টারিও সেভ করেন দারুণ তিনটি শট। তাতে নিশ্চিত হয়েছে তিনটি পয়েন্ট। হারের ফলে মৌসুমের শুরুতে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করেছে ক্রু। তারা ২০১০ সালের রেকর্ডে ভাগ বসাতে পেরেছিল। জিতেছে ৮টি ম্যাচ। ম্যাচটা কলম্বাসের ঘরের মাঠ থেকে ১৪৫ মাইল উত্তরে সরিয়ে নেওয়া হয়েছিল। এই দলের মালিক জিমি ও ডি হাসলেম আবার এনএফএল দল ক্লিভল্যান্ড ব্রাউন্স ও দলটির স্টেডিয়ামেরও মালিক। তাই মেসির খেলা দেখাকে কেন্দ্র করে সর্বোচ্চ দর্শক উপস্থিতি নিশ্চিত করতে মাঠ বদল করেন তারা। তাতে অবশ্য ক্রু ঘরের মাঠের বিশেষ সুবিধাটা উপভোগ করতে পারেনি। যেখানে তাদের নিয়মিত মৌসুমে আগের ৩৪টির মধ্যে ২১টি ম্যাচ জয়ের কীর্তি রয়েছে। হার ৪টি, ড্র করেছে ৯টি। মেসিকে দেখার জন্য অনেকে কলম্বাস থেকে ভ্রমণ করলেও গোলাপি জার্সি পরা মেসি-মায়ামি ভক্তদের উপস্থিতিও প্রায় সমান ছিল। ৬৭ হাজার ৪৩১ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬০ হাজার ৬১৪! ক্রেমাশ্চির প্রথম গোলের পর লিওনেল মেসিও ব্যবধান বাড়ানোর কাছে চলে গিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধের যোগ হওয়া সময়ে তার শট লক্ষ্যে থাকেনি। তবে ম্যাচে যাকে নিয়ে এত মাতামাতি, মিয়ামির সেই আর্জেন্টাইন জাদুকর মেসি গোলের দেখাই পাননি আজ। বেঞ্জামিন ক্রেমাসচির চমৎকার এক ডাইভিং হেড দিয়ে মিয়ামিকে জয় উপহার দেন। ফ্লোরিডাভিত্তিক ক্লাব মিয়ামি জেতে ১-০ গোলে। গোল করতে না পারলেও এমএলএসে দর্শক উপস্থিতির রেকর্ড ভাঙার ক্ষেত্রে অবদান রেখেছেন মেসি। হান্টিংটন ব্যাংক ফিল্ড আজ রোববার এনএফএল খেলার বাইরে কোনো খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছে। এদিন মাঠে মোট ৬০ হাজার ৬১৪ জন দর্শক উপস্থিত ছিলেন। যা কলম্বাস ক্লাবের ইতিহাসে এমএলএস হোম ম্যাচেও সর্বোচ্চ দর্শক উপস্থিতির সংখ্যা। পুরো ৯০ মিনিট জুড়ে ভাগ্যের পেন্ডিলাম দুই দলের দিকেই দুলছিল। তবে ৩০ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির গোলই মিয়ামি জন্য যথেষ্ঠ হয়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেসিরা। একাধিকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। কিন্তু তার শট একবার পোস্টের ওপর দিয়ে চলে যায়, আবার কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ৩৭ বছর বয়সী তারকার পক্ষে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাওয়াই কঠিন হয়ে পড়ে। গতকাল গোল না পেলেও মেসি এখনো সব প্রতিযোগিতায় মিয়ামির সর্বোচ্চ গোলদাতা, যার ঝুলিতে আছে ৮টি গোল। ৪ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজ। ইন্টারনেট।
ফুটবল
কলম্বাস ক্রুকে হারিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
মেজর লিগ সকারে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি। তারা কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে। ক্লিভল্যান্ডে ম্যাচের ৩০ মিনিটে একমাত্র গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। তাছাড়া অস্কার উস্টারিও সেভ করেন দারুণ তিনটি শট। তাতে নিশ্চিত হয়েছে তিনটি পয়েন্ট। হারের ফলে মৌসুমের
Printed Edition
