সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ মে রাতটা রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রিয়ালের কোচ হিসেবে এটিই যে কার্লো আনচেলত্তির শেষ ম্যাচ হতে চলেছে! স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা গতকাল জানিয়ে দিয়েছে, আনচেলত্তির উত্তরসূরি হতে চলেছেন আলোনসো। ৪৪ বছর বয়সী এই কোচ বর্তমানে বায়ার লেভারকুসেনের দায়িত্বে আছেন। গত মৌসুমে লেভারকুসেন জার্মান বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফুটবল বিশ্বে তাঁর কদর বেড়েই চলেছে।লেভারকুসেনের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে আলোনসোর। ৬৫ বছর বয়সী আনচেলত্তির সঙ্গেও রিয়ালের চুক্তি একই সময় পর্যন্ত। তবে দুজনই মেয়াদ পূর্ণ করার এক বছর আগেই বর্তমান ঠিকানা ছেড়ে যাচ্ছেন।রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা আনচেলত্তির। আলোনসোর জন্য অবশ্য ব্যাপারটা ঘরের ছেলে ঘরের ফেরার মতো। একে তো তিনি স্প্যানিশ, তার ওপর রিয়ালের সাবেক খেলোয়াড়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন, ১১ বছর পর সেই ক্লাবে ফিরছেন প্রধান কোচের ভূমিকায়।আনচেলত্তি-আলোনসোর মিলটাও দেখুন রিয়ালে আলোনসো সর্বশেষ খেলেছেন আনচেলত্তিরই অধীন। ২০১৪ সালে মাদ্রিদের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর নাম লেখান জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখে। ইন্টারনেট।