ইউরোতে স্পেনের হয়ে এবং গত বছর বার্সেলোনার হয়েও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ইয়ামাল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ব্রেকথ্রু অব দ্য ইয়ার। একই রাতে লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডিশ পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস। ২০০০ সাল থেকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দেয়া শুরু হয়। কে বিজয়ী হবেন, তা ঠিক করেন লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্য। রেকর্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতে ইতিহাস গড়েছেন বাইলস।