২০০৭ সালে ক্লাব ছাড়ার পর থেকে রোজারিও সেন্ট্রালের সমর্থকরা যে দিনের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেই দিন এসেছে। ক্লাবটিরই সন্তান আনহেল ডি মারিয়া ফিরেছেন নিজের ঘরে। গিগান্তে দে আরোজিতোর সেন্টেনারিও হলে এক আবেগঘন সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী। বলেন, “এই ধরনের পরিবেশ আমার পছন্দ নয়। বল থাকলে ভালো হতো, ওটাই সহজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক সুন্দর, আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম। এর আগে ফিরতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি।
আজ আমি এখানে, পরিবারের সঙ্গে খুশি। ফের সেন্ট্রালের হয়ে খেলতে পারা... গিগান্তেতে ফিরতে পারা-এটাই চেয়েছিলাম।” তিনি যোগ করেন, “দলকে আবার দেখলাম, অনুশীলন করলাম, এই জার্সি পরে আবার মাঠে নামলাম। এই ক্লাবের অংশ হতে পারা গর্বের। ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এত বছর পর ঘরে ফেরা- এটা একেবারেই আলাদা অনুভূতি। রোসারিওতে পরিবার নিয়ে থাকা, মানুষকে খুশি করা এটাই সব।”
মেসির সঙ্গে কথোপকথন সম্পর্কে বলেন, “লিও মেসিসহ অনেকের সঙ্গে কথা হয়েছে। ওরা সবাই খুশি হয়েছে। মেসি মেসেজ পাঠিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছে। ওদের সঙ্গে সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়, ভাইয়ের মতো। শেষে নিজের ভবিষ্যৎ ও লক্ষ্য নিয়ে বলেন, “আমি এখন অবসরের কথা ভাবছি না। এখন খেলতে চাই, উপভোগ করতে চাই। ইন্টারনেট