মৌসুমের প্রথম ‘ম্যাচ ডে’-তে গোল করা যেন নিয়মে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলা ৯ মৌসুমের ৮টিতেই সালাহ লিগের প্রথম ম্যাচে গোল করেছেন। একমাত্র ২০২৩-২৪ মৌসুমে চেলসির বিপক্ষে প্রথম লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে সে ম্যাচেও গোল করেছিলেন, কিন্তু ভিএআর-এ সেই গোল বাতিল হয়। শুক্রবার রাতের ম্যাচে মনে হচ্ছিল সালাহ আবারও গোলবঞ্চিত হতে যাচ্ছেন। কিন্তু নাটকীয় উত্থান–পতনের পর, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সালাহ এক দারুণ গোল করে লিভারপুলকে ৪–২ ব্যবধানে জয় এনে দেন। এই গোলের মাধ্যমে তিনি লিগের প্রথম ম্যাচে গোল করার রেকর্ড আরও সুসংহত করেন। এই গোলের সঙ্গে সালাহ এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ১০টি গোল করেছেন, যা গত মৌসুমে এককভাবে শীর্ষে উঠেছিলেন তিনি। ২০২৪–২৫ মৌসুমে টাউনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর সালাহর গোলসংখ্যা দাঁড়ায় ৯টি যা তাকে ৮ গোল করা জেমি ভার্ডি, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ছাড়িয়ে দেয়। এবার সালাহ যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন। গোল করার পাশাপাশি, গোলের অবদান হিসাবেও সালাহ আছেন শীর্ষে। এখন পর্যন্ত প্রথম ম্যাচে তার ১৫ গোলে অবদান (১০ গোল ও ৫ গোল করিয়েছেন) রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েন রুনি, যিনি ১৩ গোলে (৮ গোল ও ৫ গোল করিয়েছেন) অবদান রেখেছেন। প্রথম ম্যাচে গোল করার রেকর্ডের পাশাপাশি, সালাহ এদিন আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন। অ্যানফিল্ডে এটি ছিল তার ১০৬তম প্রিমিয়ার লিগ গোল। একক ভেন্যুতে গোল করার ক্ষেত্রে সালাহ সার্জিও আগুয়েরোর সঙ্গে সমান অবস্থানে পৌঁছেছেন, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ১০৬ গোল করেছিলেন। এই তালিকায় এখনো এগিয়ে আছেন থিয়েরি অঁরি, যিনি আর্সেনালের হয়ে হাইবুরিতে ১১৪ গোল করেছিলেন। এছাড়া প্রিমিয়ার লিগে গোলে অবদানে সালাহ রায়ান গিগসের সমান অবস্থানে পৌঁছেছেন। সালাহ এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে লিভারপুলের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছেন, যার মধ্যে ১৮৫টি গোল এবং ৮৬টি অ্যাসিস্ট রয়েছে। গিগসও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছিলেন। তবে সালাহ শিগগিরই রুনিকে ছাড়িয়ে যাবেন বলে মনে হচ্ছে। বর্তমানে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি যৌথভাবে চার নম্বরে রয়েছেন, যেখানে তার গোলসংখ্যা ১৮৭টি, যা অ্যান্ডি কোলের সমান। ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)। ইন্টারনেট।
ফুটবল
প্রিমিয়ার লিগের প্রথম দিনেই সালাহর রেকর্ড
মৌসুমের প্রথম ‘ম্যাচ ডে’-তে গোল করা যেন নিয়মে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলা ৯ মৌসুমের ৮টিতেই সালাহ লিগের প্রথম ম্যাচে গোল করেছেন। একমাত্র ২০২৩-২৪ মৌসুমে চেলসির বিপক্ষে প্রথম লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে সে ম্যাচেও গোল করেছিলেন, কিন্তু ভিএআর-এ সেই গোল বাতিল হয়।