আর্জেন্টিনা ও চিলির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ‘বর্বরোচিত’ বলেছে ফিফা। ম্যাচে ছুরি, লাঠি ও স্টান গ্রেনেড ব্যবহার করে স্টেডিয়ামে সংঘটিত এই সহিংসতায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে ১০০ জনেরও বেশি সমর্থককে। বুধবার কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় আর্জেন্টিনার ইন্ডিপেনদিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলের ম্যাচে হাফটাইমে শুরু হয় এ সংঘর্ষ। চিলির সমর্থকরা প্রথমে পাথর, বোতল, লাঠি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ইন্ডিপেনদিয়েন্তের সমর্থকরা প্রতিপক্ষের গ্যালারিতে ঢুকে পড়েÑযারা পালাতে পারেনি তাদের মারধর ও রক্তাক্ত করে ফেলে। এক পর্যায়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। আহতদের পাশে থাকার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বুয়েনস আয়ার্সে পাঠিয়েছেন। ইন্টারনেট।
ফুটবল
আর্জেন্টিনা-চিলির ম্যাচে সহিংসতা ‘বর্বরোচিত’-ফিফা
আর্জেন্টিনা ও চিলির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ‘বর্বরোচিত’ বলেছে ফিফা। ম্যাচে ছুরি, লাঠি ও স্টান গ্রেনেড ব্যবহার করে স্টেডিয়ামে সংঘটিত এই সহিংসতায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে