সৌদি প্রো লিগে আল নাসর ক্রমশ উড়ছে দুই পর্তুগিজ মহাতারকার নৈপুণ্যে। ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক গোলের দৌড়ে ৯৫০ গোলের মাইলফলকের খুব কাছে পৌঁছেছেন। জোয়াও ফেলিক্সের সঙ্গে তার জুটির খেলা আল নাসরের জয় সহজ করেছে।
শনিবার (২৫ অক্টোবর) কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স গোল করে দলকে এগিয়ে দেন। শেষ মিনিটে রোনালদো নিশ্চিত করেন জয়।
ম্যাচে আল নাসর আধিপত্য বিস্তার করেছে। ৬৪ শতাংশ বল দখল রেখে তারা ১২টি শট নিয়েছে, যার ৭টি লক্ষ্যভেদ করেছে। আল হাজম ৩টি শট নিয়েও দুটি লক্ষ্যভেদ করতে পেরেছে।
ফেলিক্সের গোলটি এসেছে ম্যাচের ২৫ মিনিটে, যা তার সৌদি ক্লাবের পঞ্চম ম্যাচে নবম গোল। দ্বিতীয়ার্ধে আল নাসর নিয়মিত আক্রমণ চালালেও গোলের দেখা পাননি, যতক্ষণ না ৮৮ মিনিটে রোনালদো গোল করেন।
এই গোলের মাধ্যমে তিনি পাঁচ ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
রোনালদোর গোল বন্টন: স্পোর্টিং সিপি ৫, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০, জুভেন্টাসে ১০১, আল নাসরে ১০৬, এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৩।
লিগে আল নাসর এখনও ছয় ম্যাচে অপরাজিত। ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল তাউন, আর তিনে আছে ১৪ পয়েন্ট নিয়ে আল হিলাল।