মৌসুমের প্রথম দেখায় চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে মোহামেডান। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-২ গোলে আবাহনীকে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের মুখ দেখেছে। প্রথমার্ধে মোহামেডান ২-০ ব্যবধানে এগিয়েছিল। দলটির হয়ে গোল করেছেন ঘানার এমানুয়েল কেকে, স্যামুয়েল বোয়েটেং ও রহিম উদ্দিন। আবাহনীর গোলদাতা পাপন সিং ও শেখ মোরসালিন। এই জয়ে তিন ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৪। এক পয়েন্ট আবাহনীর। আগের দুই ম্যাচের একটি হেরে একটি ড্র করেছিল মতিঝিলের দলটি। আবাহনীর ফলও ছিল তাই। খেলার ২০ মিনিটে রহিম উদ্দিনের গোলে লিড নেয় মোহামেডান।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেকে। ৫৮ মিনিটে বোয়েটেং গোল করলে বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে আবাহনী ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ৭৩ ও ৭৯ মিনিটে ২ গোলে করে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি। প্রিমিয়ার ফুটবল লিগে ৭ সাক্ষাতে মোহামেডানের কাছে তিনবার হারলো আবাহনী। গত মৌসুমের দুই ম্যাচের একটি জিতেছিল মোহামেডান, একটি ম্যাচ ড্র হয়েছিল। ২০২২-২৩ মৌসুমে লিগের প্রথম ম্যাচে আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। এরপর ৬ ম্যাচেও জয়ের মুখ দেখা হলো না আবাহনীর। জাতীয় দলের ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবল বন্ধ ছিল। গতকাল ফের শুরু হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে এ দিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে মোহামেডানকে চেপে ধরে আবাহনী। ব্রাজিলিয়ান ব্রুনো মাতোস পায়ের কাড়িকুড়িতে মুগ্ধ করেন সমর্থকদের। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট মোহামেডান গোলকিপার লাফিয়ে উঠে আটকে দেন। তবে মোহামেডান ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে দুই গোল আদায় করে নেয়।

২০ মিনিটে আবাহনীর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় মোহামেডান। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা স্যামুয়েল বোয়াটেংকে ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন মিতুল মারমা। তিনি কোনও চ্যালেঞ্জ জানানোর আগে কাটব্যাক করেন বোয়াটেং। যদিও তা গিয়ে পড়ে ইয়াসিন খানের পায়ে। সে সময় ইয়াসিনের কাছ থেকে বল কেড়ে নেন রহিম উদ্দিন। এরপর ফাঁকায় পোস্টে বল জালে পাঠাতে কোনও ভুল করেননি এই উইঙ্গার। ৩১ মিনিটে মুজাফফরের কর্নারে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন এলি কেকে এমানুয়েল।

৪২ মিনিটে ব্রুনো মাতোসের ফ্রি কিক সহজেই ঠেকান সুজন। বিরতির পর মোহামেডান আক্রমণ শানায়। ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। তিন গোলে পিছিয়ে পড়ে আবাহনী নতুন উদ্যোমে খেলতে থাকে। ম্যাচে ফেরার চেষ্টায় প্রায় সফলও হয়। তবে দুই গোলের বেশি আসেনি। ৭২ মিনিটে কাজেম শাহের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন পাপন সিংহ। ৭৮ মিনিটে জটলার মধ্য থেকে ব্যবধান আরও কমান শেখ মোরসালিন। পরে আরও কয়েকবার চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি আবাহনী। লিগে আবাহনী ৩ ম্যাচে আগের এক পয়েন্ট নিয়েই রইলো। মোহামেডান সমান ম্যাচে চার পয়েন্ট পেয়েছে।