এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সী গায়ে অভিষেক ম্যাচেই নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছেন হামজা চৌধুরী। বল পায়ে দেখিয়েছেন দারুণ সব নৈপুণ্য। যদিও বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি। তবু রোমাঞ্চিত হামজা। বৃহস্পতিবার সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। যাওয়ার আগে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আবার কবে বাংলাদেশে আসবেন, সেটাও জানিয়েছেন।
বাফুফের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যেখানে হামজা বলেছেন, ‘আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
ম্যাচ দুটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামটির সংস্কার এখনো চলমান। সেই সময়েই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে হামজাকে। বাংলাদেশ ছাড়ার আগে তেমনটাই বলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, ‘জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে।’ এর আগে বুধবার শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ দল। হামজা বুধবার রাতটা ঢাকাতেই কাটিয়েছেন। উল্লেখ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ১৭ মার্চ প্রথমে সিলেটে এসেছিলেন হামজা। সেখানে নিজ জেলা হবিগঞ্জের মানুষের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসা পান। এরপর ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। পরের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ে ম্যাচ খেলতে যান। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার। জানা গেছে, আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ রয়েছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।