এএফসি চ্যালেঞ্জ লিগে আশা জাগিয়েও প্রথম ম্যাচ থেকে কোনও পয়েন্ট নিতে পারেনি বসুন্ধরা কিংস। শনিবার রাতে কুয়েতের মাঠে ওমানের আল সিবের কাছে ৩-২ গোলে হেরেছে। কিক অফের দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারত বসুন্ধরা কিংস। সানডের দারুণ কাটব্যাক থেকে দোরিয়েলতন গোমেজের স্লাইড লাফিয়ে ফিরিয়ে দেন আল সিবের গোলকিপার।

অষ্টম মিনিটে নাসের আল রাওয়াহির গোলে এগিয়ে যায় আল সিব। বক্সে লং বল পেয়ে বুক থেকে পায়ে নামিয়ে শ্রাবণকে কাটিয়ে টোকায় জালে বল ঠেলে দেন এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে থাকা বসুন্ধরা কিংস সেভাবে কোনও আক্রমণ শানাতে পারছিল না।

অবশেষে বিরতির তিন মিনিট আগে রাফায়েল আগোস্তর গোলে ১-১ এ সমতায় ফেরে মারিও গোমেজের দল। ম্যাচে পাওয়া প্রথম কর্নার প্রতিপক্ষের রক্ষণ বাধায় ফিরে আসলে ফিরতি বলে মাটি কামড়ানো শট নেন সাদ উদ্দিন। এরপর আলতো টোকায় ফিনিশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।