রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ফুটসাল ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পরাগ নাইট রাইডার্স বেগমগঞ্জ নোয়াখালী, রামগতি ফুটবল এসোসিয়েশনকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল চারটায় বিবির হাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিবিরহাট শান্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ জহির উদ্দিন, শান্ত ক্লাব সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ আকবর হোসেন রিদন, রামগতি ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খন্দকার, চর রমিজ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন সফিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তজা, চর রমিজ ইউনিয়ন জেএসডি সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
ফুটবল
রামগতিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রামগতিতে ফুটসাল ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পরাগ নাইট রাইডার্স বেগমগঞ্জ নোয়াখালী, রামগতি ফুটবল এসোসিয়েশনকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।