এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হেরেছে বসুন্ধরা কিংস।কুয়েতের লিগ চ্যাম্পিয়নদের কাছে হেরেই এবারের চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার রাতে রাকিব-জিকোরা ২-০ গোলে হেরেছে আল কুয়েত দলটির কাছে।পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের ধাপে গেছে আল-কুয়েত। ৬ পয়েন্টে সেরা তিন রানার্সআপের একটি হয়ে গ্রুপ পর্ব পেরিয়েছে আল-আনসার। বিদায় নিলেও আল-শিবের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। একমাত্র কিংসই পারেনি পয়েন্টের খাতা খুলতে।

কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে এ ম্যাচে কিংস শুরু থেকে ব্যাকফুটে। কয়েক পা ঘুরে ডান দিক থেকে সামি আল সানেয়া ক্রস বাড়ালেন বক্সে। মেহেদী হাসান শ্রাবণের বদলে এ ম্যাচে পোস্টে ফেরা আনিসুর রহমান জিকো আটকাতে ব্যর্থ হলে ইউসুফ আল সুলেইমান হেডে লক্ষ্যভেদ করেন। প্রথম মিনিটেই এগিয়ে যায় আল-কুয়েত। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের পাসে তাহা খেনিসসি নিখুঁত ফ্লিকে জিকো আবারও পরাস্ত হলে ব্যবধান হয় দ্বিগুণ। কিংসকে ব্যাকফুটে ঠেলে দেয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যায় আল-কুয়েত। দ্বিতীয়ার্ধে কিংস পারেনি ঘুরে দাঁড়াতে।

পুরো ম্যাচ জুড়ে আটটি শটের মাত্র একটি লক্ষে রাখতে পারে তারা। দ্বিতীয়ার্ধে আল-কুয়েত ব্যবধান বাড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখায় মনোযোগী ছিল বেশি। ব্যবধান বাড়াতে না পারলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আর রিক্ত হস্তে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে।