এএফবি লাতিন বাংলা সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ সোমবার বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন। জাতীয় স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্বাগতিক দর্শকদের সামনে খেলা হওয়ায় ম্যাচটি কঠিন হবে বলে মনে করছেন আর্জেন্টিনার কোচ ও ফুটবলাররা। এই ম্যাচের আগে রোববার সকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে দুই ঘণ্টার নিবিড় অনুশীলন করেছে অ্যাথলেটিকো চার্লোন ক্লাব। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে বাংলাদেশের প্রস্তুতি, প্রতিদ্বন্দ্বিতা ও সমর্থকদের নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন কোচ হেরনান অখেদা এবং দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সিজার। আর্জেন্টিনার কোচ হেরনান অখেদা জানান, বাংলাদেশে আসার আগেই তারা ভালো প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচ নিয়ে দলের খেলোয়াড়রা দারুণ রোমাঞ্চিত। প্রতিপক্ষ বাংলাদেশ দল সম্পর্কে তিনি বলেন, 'আমরা মাঠে বসে বাংলাদেশ ও ব্রাজিলের ম্যাচ দেখেছি। বাংলাদেশ দল সম্পর্কে বলা যায় তারা ভালো দল এবং দ্রুতগতি সম্পন্ন। বিশেষ করে ম্যাচের প্রথম দিকে তাদের খেলোয়াড়রা ভালো দৌড়াতে পারে, যা আমরা দেখেছি। বাংলাদেশ দল নিয়ে আমরা সতর্ক আছি, বিশেষ করে আমাদের ডিফেন্স নিয়ে আমরা মনোযোগ দিচ্ছি।' ম্যাচের ফলাফল নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে রাজি হননি কোচ। তিনি বলেন, 'আমরা জানি বাংলাদেশ এই ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। তাই মাঠে যেকোনো কিছু হতে পারে। ম্যাচের স্কোর নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।' আর্জেন্টিনার ফুটবলার সিজার স্বীকার করেন, স্বাগতিক দলের মাঠে খেলা সহজ হবে না। তিনি বলেন, 'স্টেডিয়ামে আমরা বাংলাদেশ ও ব্রাজিলের ম্যাচ দেখেছি। বাংলাদেশ ভালো দল। তবে তারা ব্রাজিলের ভালো একটি দলের সঙ্গে খেলেছে। আমাদের খেলতে হবে স্বাগতিক দর্শকদের সামনে, তাই এই ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।' বাংলাদেশে খেলতে আসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিজার বলেন, 'আমরা প্রথমবার বাংলাদেশে খেলব। আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত আছে, তারা আর্জেন্টিনাকে ভালোবাসে। তাদের সামনে আমরা আমাদের নৈপুণ্য দেখানোর জন্য প্রস্তুত আছি।' বাংলাদেশের আতিথেয়তা ও সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিজার। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের আমরা অনেক ভালবাসি। আশা করি আপনারা আসবেন আমাদের খেলা দেখার জন্য। এখানকার দর্শকরা দারুণ। তারা আমাদের সাথে ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে। সত্যি দারুন সব মুহূর্ত।