DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

সভাপতির অনুরোধেও অনুশীলনে ফিরলেন না সাবিনারা

দেশের নারী ফুটবলে কোচ-খেলোয়াড় দ্বন্দ্বের সংকট কাটছেই না। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না

Printed Edition
woman football

স্পোর্টস রিপোর্টার: দেশের নারী ফুটবলে কোচ-খেলোয়াড় দ্বন্দ্বের সংকট কাটছেই না। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল রয়েছেন ১৮ ফুটবলার। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধ সত্ত্বেও তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। পিটার বাটলার-সাবিনাদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ কমিটির রিপোর্ট দেওয়ার বৃহস্পতিবার রাতেই সভাপতি তাবিথ আউয়াল বাফুফে ভবনে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলে তাদেরকে নানাভাবে বুঝিয়ে অনুশীলনে ফেরার অনুরোধও করেছেন। কিন্তু বাফুফে সভাপতির অনুরোধে সাড়া দেননি সাবিনাসহ ১৮ ফুটবলার। বাটলার থাকলে তারা অনুশীলনে যাবেন না বলে আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন। সভার একটি সূত্র জানিয়েছে, সভাপতি বিদ্রোহী খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। তাদের সমস্যা নিজে শুনেছেন। সব সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশা দিয়েছেন। বর্তমান দলে খেলতে যেন সমস্যা না হয় তা দেখবেন বলে জানিয়েছেন। কোচ যেন অনুশীলনে কোনো খারাপ ব্যবহার করতে না পারে সেটাও বলা হয়েছে। খেলা ছেড়ে মেয়েরা যেন হারিয়ে না যায় তার জন্য কোচিং থেকে শুরু করে বাফুফেতে চাকরি দেওয়াসহ নানাভাবে বোঝানো হয়েছে। সবকিছু বোঝানোর পর অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু সাবিনা খাতুনরা সভাপতির ডাকেও সাড়া দেননি।

তার আগে পিটার বাটলারকে ডেকে মেয়েদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল। শুধুমাত্র অনুশীলনে মনোযোগ দিতে বলা হয়েছিল। তা নাহলে তাকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে। বাফুফে চাইছে মেয়েদের শাস্তি না দিয়ে সমস্যার সমাধান করতে। কিন্তু এতকিছুর পরও মেয়েরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এখন বাফুফে এই সংকটকালীন মুহূর্তে কী করবে? জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাধ্য হয়ে বিদ্রোহী ১৮ জন খেলোয়াড় ছাড়াই দল গঠন করার ইঙ্গিত মিলেছে। বাটলারের অধীনে জাতীয় সিনিয়রসহ বর্তমানে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় রয়েছে। সবমিলিয়ে অনুশীলনে থাকা ৩৭ জন খেলোয়াড় থেকে দল গঠন হতে পারে। এছাড়া নতুন করে বেতনের চুক্তির আওতায় সেই ১৮জন খেলোয়াড় নাও থাকতে পারেন।