৫ জুলাই বাবা হন নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনানা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল, এ নিয়ে চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মেলের জন্ম নেওয়ার খবর ইনস্টাগ্রামে ব্রুনা নিজেই নিশ্চিত করেছিলেন। তখন সান্তোস থেকে ছুটি নিয়ে মা-মেয়ের পাশেই ছিলেন নেইমার। ইন্টারনেট।
ফুটবল
বাবা হওয়ায় নেইমারকে পিএসজির উপহার
৫ জুলাই বাবা হন নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মেল।