বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের ফুটবলের পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়াল শীর্ষস্থানীয় ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস)। আগামী ১০ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
বুধবার বাফুফে ভবনে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাফুফে ভবনের সাজসজ্জা এবং কর্মকর্তাদের উপস্থিতিতে দিনটি দেশের ফুটবলের জন্য একটি বিশেষ দিন হিসেবে ধরা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আর্থিক অংক প্রকাশ করা না হলেও বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই অংশীদারিত্বের আওতায় কোচিং ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ট্রেনিং, এলিট একাডেমি এবং বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, ‘দশ বছরের এই পরিকল্পনার প্রথম পাঁচ বছরে আমরা একটি নির্দিষ্ট কাঠামোতে আর্থিক সহায়তা পাব। সেই ধাপের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী পাঁচ বছরের অর্থায়ন নির্ধারণ করা হবে।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিএসআরএম-এর ‘শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব’Ñএই মূলমন্ত্রগুলোকে ফুটবলের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা চাই তাদের সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও সুসংগঠিত হোক। চাইল্ড সেফটি, নারী ক্ষমতায়ন এবং মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধির মতো কর্মসূচিগুলো এখন সারা দেশে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।’
অন্যদিকে, বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন ফুটবলের বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বের এক নম্বর খেলা, আর বিএসআরএম বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ডÑএই দুইয়ের সংযোগ দেশের ফুটবলকে এগিয়ে নিতে সহায়তা করবে। আমরা চাই দেশের প্রতিটি অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসুক।’