১৬ দিনের বিরতি শেষে গতকাল থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ ছিল দুটি ম্যাচ। মুন্সীগঞ্জে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। অপর ম্যাচে গাজীপুরে পুলিশ এফসি ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ং মেন্সকে।গতকাল ম্যাচে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে চট্টগ্রাম আবাহনী বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল।তবে মাঠের খেলায় এগিয়ে ছিল রহমতগঞ্জ। প্রথমার্ধেই দুই গোল করে তারা। ২৭ মিনিটে গোল করেন তানভীর হোসেইন। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান স্যামুয়েল বোয়েটেং।আরেক ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ শেখ বাবলু। অপর গোলটি করেন দীপক রয়।১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্টে চারে রহমতগঞ্জ। সমান ম্যাচে ১৬ পয়েন্টে পাঁচে পুলিশ। নিজেদের অষ্টম হারের পর ফকিরেরপুল আছে আট নম্বরে। ১১ ম্যাচে দশম হারে সবার তলানীতে চট্টগ্রাম আবাহনী।
ফুটবল
চট্টগ্রাম আবাহনীকে হারালো রহমতগঞ্জ
১৬ দিনের বিরতি শেষে গতকাল থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ ছিল দুটি ম্যাচ। মুন্সীগঞ্জে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। অপর ম্যাচে গাজীপুরে পুলিশ এফসি ৩-০ গোলে হারিয়েছে