প্রিমিয়ার লীগে চলতি মৌসুমেও ভালো সময় পাচ্ছিল না ম্যানসিটি। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লীগে ৯টি ম্যাচ দেরিতে শুরু এবং বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করার দায় পড়েছে ম্যানসিটির কাঁধে। এজন্য ক্লাবটিকে ১০ লাখ পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।শাস্তি মেনেও নিয়েছে সিটি কর্তৃপক্ষ এবং নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে এমন কিছু যেন আর না হয় সেজন্য ফুটবলার, স্টাফদের ইতোমধ্যে করণীয় স্মরণ করিয়ে দিয়েছে সিটি কর্তৃপক্ষ। এর আগেও অবশ্য ইংল্যান্ডের শীর্ষ লীগে ম্যাচ ‘দেরিতে শুরু করার’ আইন ভাঙায় ২০ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল ম্যান সিটিকে। প্রিমিয়ার লিগের এল৩৩ ধারায় বলা হয়, ‘কোন ক্লাব যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া নির্ধারিত সময়ে ম্যাচের কিক-অফ অথবা বিরতির পর খেলা শুরুতে দেরি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ চলতি মৌসুমে ঘরের মাঠে সাউথ্যাম্পটন, টটেনহ্যাম হটস্পার, নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এবং ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ইপ্সউইচ টাউনের মাঠে ম্যাচগুলোয় ওই আইন ভাঙায় সিটিকে মোট ১০ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইন্টারনেট।