হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে শহীদ খুকুমণি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের সংসদীয় প্রার্থী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন,

“খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুশৃঙ্খল, নিয়মানুবর্তী, মাদক মুক্ত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে তরুণদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতার ইতিবাচক চেতনা সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। শহীদ খুকুমণির নামে এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় যে, দেশের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

আমি আয়োজক ইসলামী ছাত্র শিবির মির্জাপুর ইউনিয়ন শাখাকে ধন্যবাদ জানাই এমন একটি গঠনমূলক আয়োজনের জন্য। খেলাধুলা ও মানবিক কার্যক্রমের সমন্বয়ে যুবসমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে হবে। ভবিষ্যতেও আমি তরুণদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেনজনাব তৌহিদুল ইসলাম তুহিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মির্জাপুর ইউনিয়ন শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নুরখালেক শহীদ, ডিরেক্টর, আল নুর ফাউন্ডেশন ও দাতা সদস্য, পশ্চিম মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়। এম. এন. চ্ছাপা, সভাপতি, নেজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।জামায়াত নেতা জনাব শফিকুল ইসলাম। আক্কাস উদ্দিন, শিক্ষক।