দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যমাঠের মূল অস্ত্র মুজাফফরভ। চার বছর ধরে একের পর গোলের নেপথ্যে রয়েছেন তিনি। দলের সাফল্যে দারুণ ভূমিকা এই উজবেক তারকার। তবে বাংলাদেশ ফুটবল লিগে মধ্য বিরতির ঠিক আগেই হঠাৎ মোহামেডান ছাড়ার ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার! সামাজিক যোগাযোগমাধ্যমে মুজাফফরভ লিখেছেন, ‘আমি সাড়ে চার বছর ধরে মোহামেডান ক্লাবে আছি। আমরা অনেক পুরস্কার জিতেছি। এই ক্লাবে থাকতে পেরে আমি গর্বিত। আমরা অনেক ইতিহাস রচনা করেছি এবং অনেক রেকর্ড স্থাপন করেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। পারিবারিক কারণে আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি কখনোই মোহামেডানকে ভুলবো না।’ পারিবারিক কারণ বলতে মুজাফফরভের বাবা অসুস্থ। তার পাশে থাকতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, ‘ও আমাদের বলে গেছে আর খেলবে না। বাবা অসুস্থ। তার পাশে থাকার জন্য।
ফুটবল
মোহামেডান ছাড়ার ঘোষণা দিলেন মুজাফফরভ!
দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যমাঠের মূল অস্ত্র মুজাফফরভ। চার বছর ধরে একের পর গোলের নেপথ্যে রয়েছেন তিনি।