২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে যুক্তরাজ্য। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজনে প্রাথমিক বিডের সময়সীমা শেষ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, যুক্তরাজ্য ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র ‘বৈধ’ প্রার্থী হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আযারল্যান্ড যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এ ছাড়া শেষ মুহূর্তে স্পেনের আগ্রহের কথা শোনা গেলেও তারা আবেদন জানায়নি। ফিফার রোটেশন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টটি ইউরোপ বা আফ্রিকাতে আয়োজন করতে হবে। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে যৌথ বিডের কথা বলেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা আবেদন করেনি। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইনফান্তিনো ঘোষণা করেছেন, ২০৩৫ সালের জন্য যুক্তরাজ্যের বিডই একমাত্র বিড হিসেবে গ্রহণ করা হয়েছে, আর যুক্তরাষ্ট্র ২০৩১ সালের সংস্করণ আয়োজন করবে।
বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালেরটি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত কিছু কনকাকাফ সদস্যদের এ ছাড়া ২০৩৫ সালের বিডটি ইউরোপ থেকে, হোম নেশনদের পক্ষ থেকে।’ এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, ‘আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়।