ফুটবল
রংপুর ফুটবলে গাইবান্ধা ও পঞ্চগড় চ্যাম্পিয়ন
রংপুর বিভগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের বালক গ্রুপে গাইবান্ধা এবং বালিকা গ্রুপে পঞ্চগড় জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
Printed Edition
রংপুর অফিস : রংপুর বিভগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের বালক গ্রুপে গাইবান্ধা এবং বালিকা গ্রুপে পঞ্চগড় জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গত বুধবার রংপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত উভয় গ্রুপের ফাইনাল খেলায় তারা এ গৌরব অর্জন করে। এসো দেশ বদলাই প্রতিপাদ্য নিয়ে অয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ রংপুর বিভগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক গ্রুপে গাইবান্ধা জেলা দল টাইব্রেকারে ৪-২ গোলে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করে এবং বালিকা গ্রুপে পঞ্চগড় জেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।