২৭ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি। শেষ পর্যন্ত দ্বিতীয় স্তরের দল ডানকেঁয়াককে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল। ফরাসি কাপের সেমিফাইনালে মঙ্গলবার রাতে ৪-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে দুই গোলের পাশাপাশি একটি এসিস্ট করেন উসমানে দেম্বেলে। অন্য দুই গোল আসে মার্কিনিয়ুস ও ডিজায়ার ডউ। সপ্তম মিনিটে ভিনসেন্ট সাসোর গোলে এগিয়ে যায় ডানকেঁয়াক। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আল সাদ। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দেম্বেলের গোলে পিএসজির ঘুরে দাঁড়ানোর শুরু। ৪৮তম মিনিটে তার ক্রসে হেডে দলকে সমতায় ফেরান মার্কিনিয়োস। ৬২তম মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার ডউর গোলে লিড পায় শিরোপাধারীরা। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন তার স্বদেশী দেম্বেলে। ইন্টারনেট