দখলদার ও গণহত্যাকারী ইসরাইলকে খেলাধুলায় নিষিদ্ধ করতে জোড়ালো হচ্ছে আবেদন। তুরস্ক ফুটবলের প্রেসিডেন্টের পর স্পেনের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সেই দাবিতে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এক চিঠি পাঠিয়েছে উয়েফার কাছে। তাদের দাবি একটাই উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক। খেলোয়াড়দের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ক্রিস্টাল প্যালেসের চিয়েক ডৌকুরে, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশসহ অনেকে। তাদের পাঠানো চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য হলো গাজার ফিলিস্তিনিদের আংশিক বা পুরোপুরি ধ্বংস করার গণহত্যামূলক অভিপ্রায় বাস্তবায়ন করা। উয়েফাকে পাঠানো চিঠিতে ফিলিস্তিনের প্রয়াত ফুটবলার সুলেইমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ইন্টারনেট
ফুটবল
ইসরাইলকে নিষিদ্ধ করতে ৫০ খেলোয়াড়ের চিঠি
দখলদার ও গণহত্যাকারী ইসরাইলকে খেলাধুলায় নিষিদ্ধ করতে জোড়ালো হচ্ছে আবেদন। তুরস্ক ফুটবলের প্রেসিডেন্টের পর স্পেনের প্রধানমন্ত্রী