লিওনেল মেসি যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে অর্থনৈতিক বিপ্লব করছেন। ২০২৩ সালের মাঝামাঝিতে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। এরপর দেশটির অর্থনীতি আমূল বদলে গেছে। মেসির প্রভাবে বেড়েছে টিকিট টিকিট বিক্রি। আর স্বাভাবিকভাবেই মেসির জার্সিও বিক্রির শীর্ষে। এমএলএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী টানা তিন মৌসুম আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই তালিকায় শীর্ষ বিশে আছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ও। এমএলএস কর্তৃপক্ষ জানায়, ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লীগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। চলতি মৌসুমে মেসির পর সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে তার সতীর্থ লুইস সুয়ারেজের। এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস। শীর্ষ বিশে বংশোদ্ভূত ফুটবলারও আছেন, কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৫ বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় ১৮তম। এমনকি ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমানে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা অলিভিয়ের জিরুর (১৯) চেয়েও তার জার্সি বেশি বিক্রি হয়েছে।
ফুটবল
আবারও জার্সি বিক্রির শীর্ষে মেসি
লিওনেল মেসি যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে অর্থনৈতিক বিপ্লব করছেন। ২০২৩ সালের মাঝামাঝিতে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।