পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে নিজের নাম লেখালেন করাচি কিংসের ফাস্ট বোলার হাসান আলি। পেশাওয়ার জালমির সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েন হাসান। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে গতকাল শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন হাসান। কোয়েটার অলরাউন্ডার নেওয়াজকে আউট করে করে এই রেকর্ডের মালিক বনে যান ডানহাতি পেসার। এটি পিএসএলে ১১৪তম উইকেট তার। এই অর্জনের মাধ্যমে ওয়াহাব রিয়াজকে (১১৩ উইকেট) পেছনে ফেলে পিএসএলের সর্বকালের সেরা উইকেট শিকারী তালিকায় শীর্ষে উঠে আসেন হাসান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- হাসান এই কৃতিত্ব অর্জন করেছেন মাত্র ৮৩ ইনিংসে, যেখানে ওয়াহাবকে ৮৭ ইনিংস খেলতে হয়েছিল।