ফুটবল
অ্যালিসনের দুর্দান্ত সেভে লিভারপুলের জয়
প্যারিসে গোল করেছেন ২১ বছর বয়সী হার্ভে এলিয়ট। তাও ম্যাচের ৮৭ মিনিটে। ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএসজির বিপক্ষে ১-০
Printed Edition
প্যারিসে গোল করেছেন ২১ বছর বয়সী হার্ভে এলিয়ট। তাও ম্যাচের ৮৭ মিনিটে। ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। তবে ম্যাচের নায়ক রেসডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের শুরু থেকে শেষ অবধি উসমান ডেম্বেলে, কাভিচা কাভারাস্তখেলিয়ার একের পর এক শট ফিরিয়েছেন তিনি। ঘরের মাঠের এই ম্যাচে পিএসজি অ্যালিসনের গোল মুখে ২৭টি আক্রমণ তুলেছেন, যার ১০টি শট ছিল গোল হওয়ার মতো। ইন্টারনেট