স্প্যানিশ লা লিগায় আগামী রোববার মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যকার মহাগুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচ দিয়ে লীগ শিরোপা নির্ধারিত হবে অনেকটাই। গত বৃহস্পতিবার লীগের ৩৫তম রাউন্ডের সব ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএসএফএফ)। ছয় বছরে মধ্যে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ।বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশি সময় রাত ৮টায়। এই ম্যাচটিকে অনেকেই দেখছেন ‘শিরোপা নির্ধারক’ হিসেবে। কেননা, ৩৪ ম্যাচ শেষে ২৫ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরাই। সমপরিমাণ ম্যাচে ২৩ জয়, ৬ ড্র ও ৫ হারে ৪ পয়েন্ট কমে দুইয়ে অল হোয়াইটরা। অর্থাৎ এই ম্যাচে হান্সি ফ্লিকের শিষ্যরা জিতে গেলে শিরোপার আশা অনেকটাই ভেস্তে যাবে রিয়ালের। ইন্টারনেট।