ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেই বছর শেষ করলো ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। লিওনেল মেসির দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানেও। স্পেনÑআর্জেন্টিনা ছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থানেও পরিবর্তন আসেনি।তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একধাপ পরেই ষষ্ঠ স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আফ্রিকা কাপ অব নেশনসের কারণে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়েছে। সেনেগালের কাছে ফাইনাল হারলেও মরক্কো তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং অর্জন করেছে। ৩ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছে তারা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮ সালের এপ্রিলে, ১০ম। সেনেগাল সাত ধাপ উঠে তাদের ইতিহাসসেরা ১২তম স্থানে আছে।

আফ্রিকান দলের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল নাইজেরিয়ার। ১৯৯৪ সালে পঞ্চম স্থানে উঠে এসেছিল তারা। আর আরব দেশের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল মিশরের। ২০১০ সালের জুলাইয়ে ৯ম স্থানে পৌঁছেছিল তারা।টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারী নাইজেরিয়া ২৬তম স্থানে উঠে এসেছে। সেমিফাইনালে পৌঁছানো মিশর চার ধাপ এগিয়ে আছে ৩১তম স্থানে। এবারের হালনাগাদে সবচেয়ে বেশি তিন ধাপ এগিয়েছে ভিয়েতনাম, অবনমন হয়েছে মালয়েশিয়ার। তারা সবচেয়ে বেশি পাঁচ ধাপ পিছিয়ে ১২১তম স্থানে নেমেছে। ১৪.১৮ পয়েন্ট যোগ হওয়ায় এক ধাপ এগিয়ে ফিলিস্তিন।

এদিকে গত ১৯ নভেম্বর হালনাগাদকৃত ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তম অবস্থানে উঠে এসেছিল হামজা-শমিতরা। মঙ্গলবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী একই অবস্থানে রয়েছে লাল সবুজের দলটি। র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন না হলেও ০.০৯ পয়েন্ট কমেছে। বছরের শুরুটাও ভালই হলো বাংলাদেশের। ১৮৫তম স্থান থেকে ২০২৪ সাল শেষ করার পর ২০২৫ সালের এপ্রিলে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও তিনবার র‌্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এ সময়ে দুবার ১৮৪তম, একবার ১৮৩তম অবস্থানে ছিল বাংলাদেশ।

হামজাÑশমিতদের আগমনে বদলাতে থাকে দেশের ফুটবল। র‌্যাঙ্কিংয়েও লাগে পরিবর্তনের ছোঁয়া। গত অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মাঠে তাদের সঙ্গে ড্র করে বাংলাদেশ। ১৮ নভেম্বর একই প্রতিযোগিতায় ভারতকে হারায়। এই জয়ই র‌্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে। তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে আসে বাংলাদেশ। প্রতিবেশী ভারত এক ধাপ এগোলেও আছে ১৪১তম স্থানে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নেপালের অবস্থান। সাফ অঞ্চলের অন্য দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান আছে যথাক্রমে ১৯৪ ও ১৯৯তম স্থানে।