বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫ সালের “জুলাই বিপ্লব”-এর বর্ষপূর্তি ও ছাত্রশিবির জুলাই ৩৬-দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত হলো “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫।”

গতকাল শনিবার সন্ধ্যায় পাঁচখোলা, মাদানী এভিনিউ, ১০০ ফিট রোড হ্যাঙ্গআউট টার্ফ ফুটবল মাঠে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদের সঞ্চালনায় টুর্নামেন্টের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালক শ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম।

“জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এ NSU, IUB, EWU, AUST, BRACU, UIU, DIU, AIUB, BUFT, WUB, MIU, Daffodil সহ ২৬টি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোট ৩২টি দল রেজিট্রেশনে অংশগ্রহন করেন।২৬টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে থেকে মোট ৩২টি দল রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করেন। নকআউট পদ্ধতিতে পরিচালিত “শহীদ শাকিল পারভেজ একাদশ” বনাম “মানারাত ইউনিভার্সিটি একাদশ”-এর প্রথম হাফ শুরুর মাধ্যমে টুর্নামেন্টের প্রীতি ম্যাচ শুরু হয়। বিজয়ী দলের মধ্যে “টিম বিইউবিটি একাদশ” বনাম “নর্দান ইউনিভার্সিটি একাদশ” কে রানার্স-আপ ও চ্যাম্পিয়ন হিসেবে নগদ অর্থ প্রদান যথাক্রমে ১০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা সহ মেডেল ও পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবে যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শেষ পর্যন্ত এই বিপ্লব চালিয়ে নিয়ে যায়। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান অপরিসীম। আগামীতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই দেশের সকল পর্যায়ে নেতৃত্ব দিবে, ইনশাআল্লাহ।

টুর্নামেন্ট পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম। তিনি বলেন, জাতির মননশীল বিকাশের অন্যতম মাধ্যম হলো শরীরচর্চা ও খেলাধুলা। আজকের জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মাধ্যমে আমরা জাতির কাছে জুলাইকে চিরস্মরণীয় করে রাখতে চাই। এছাড়া ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাইকে সাথে নিয়ে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রশিবির আগামী দিনের কার্যক্রম পরিচালনা করতে চাই।

শহীদ পরিবারের সদস্য, আহত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজনে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।