ডিসেম্বরে ঢাকায় ‘এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ’ নামের এক জমজমাট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ‘এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড’ (এএফবিপিআইএল)। এই টুর্নামেন্টে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া তিনটি দল অংশ নেবে। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। এর আগে ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর যোগ দেয়ার খবর জানানো হয়েছিল। কাফুর নাম ঘোষণার পর থেকেই বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় দেশেরও কোনো তারকাকে আনার দাবি তুলেছিলেন।
আয়োজকরা ক্যানিজিয়ার নাম ঘোষণার মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ করলেন। এর ফলে, ঢাকার মাঠে এক মঞ্চে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কিংবদন্তিদের লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। টুর্নামেন্টটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সময় বরাদ্দ করা হয়েছে। তিন দেশের সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে গড়া দলগুলো নিজ নিজ জাতীয় দলের জার্সিতেই মাঠে নামবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। আয়োজক সূত্র জানিয়েছে, শুক্রবার (আগামীকাল) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ’-এর বিস্তারিত তথ্য, দল গঠন প্রক্রিয়া এবং চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।