আগামী ফুটবল মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট হবে বলে গত বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে থাকবে সুপার ফুটবল, প্রিমিয়ার ফুটবল লিগ, চ্যালেঞ্জ কাপ ফুটবল, স্বাধীনতা কাপ ফুটবল ও ফেডারেশন কাপ। ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড় দলবদল শুরু হবে ১ জুন থেকে। শেষ হবে ১৪ আগস্ট। ফুটবল মৌসুম শুরু হবে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে। এক ম্যাচের টুর্নামেন্ট নামের এক ম্যাচের ফাইনাল হবে ১২ সেপ্টেম্বর। গতবার খেলেছিল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ মোহামেডান। আগামী টুর্নামেন্টের ফাইনাল খেলবে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনী। লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের শীর্ষে থাকা চার ক্লাব খেলবে সুপার কাপে। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। লিগ শেষ হওয়ার পর ২৩ এপ্রিল মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। শুধু দেশি ফুটবলারদের নিয়ে হবে স্বাধীনতা কাপ। লিগ কমিটির সভা ছাড়াও বাফুফের নির্বাহী কমিটির সভায়ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার কোটা কমে যাচ্ছে। এবারের লিগে ছয় জন করে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করার সুযোগ ছিল। কিন্তু সেটি কমিয়ে পাঁচ জন করা হয়েছে। পাঁচ জন রেজিস্ট্রেশন করা যাবে খেলতে পারবেন তিন জন। নবীন খেলোয়াড় খেলানোর একটা সিদ্ধান্ত আগেও নেওয়া হয়েছিল, সেটি বাতিল হয়ে যায়। এবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এক জন ফুটবলারকে প্রিমিয়ার লিগের ক্লাব দলে একাদশে নামাতে হবে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘যখন অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের খেলা যখন একই সময়ে চলে তখন দল নির্বাচনে সমস্যা হয়। খেলোয়াড় বাছাইয়ের সুবিধার্থে বয়সভিত্তিক ধারণাটা চালু করেছি। যাতে আমাদের পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় থাকে।’ আরও একটি নিয়মের কথা বলা হচ্ছে সাফ অঞ্চলের কোনো ফুটবলার যদি ঢাকার ক্লাবে খেলে, তাহলে তাকে স্থানীয় ফুটবলার হিসেবে গণ্য করা হবে। এটা নিয়ে ইমরুল হাসানের কথা, ‘এতে করে আমাদের খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগটা বাড়বে। এটা নিয়ে সাফেও একটা আলোচনা হয়েছে। অন্যদের থেকেও এমন প্রস্তাবনা এসেছে।’