ফিফার অনুমতি পাওয়ায় কিউবা মিচেলের বাংলাদেশ দলে অভিষেক নির্ভর করছে হেড কোচ কাবরেরার উপর। আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রক্রিয়া, জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারও ১০ দল নিয়েই হবে। আর লিগের জন্য জাতীয় স্টেডিয়াম বাফুফের পরিকল্পনায় নেই, তবে ঘরোয়া আসরের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে। হামজা-সমিতদের আলোয় আলোকিত বাংলাদেশের ফুটবল। জাতীয় দলের ম্যাচ ঘিরে দেশজুড়ে বাড়তি উন্মাদনা। আলোচিতদের মধ্যে সবশেষ সংযোজন ব্রিটেন প্রবাসী কিউবা মিচেল। শেষ মুহূর্তে অনুমতি মেলায় সিঙ্গাপুর ম্যাচে দলে থাকা হয়নি এই টিনএইজ মিডফিল্ডারের। জাতীয় বা বয়সভিত্তিক দল, তার অভিষেক নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা জাতীয় দলে দুই ম্যাচ খেলা ফরোয়ার্ড জায়ান হাকিমকে বাংলাদেশের করে নেয়ার জন্য শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন, জায়ান হাকিমের কাগজপত্র তৈরি করতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দরকার সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। কিউবা মিচেলের সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে এবং সে ফিফা ক্লিয়ারেন্সও পেয়েছে। এখন কোচ যদি মনে করেন যে সে জাতীয় দলে খেলার উপযুক্ত তাহলে কোচ তাকে ক্যাম্পে ডাকবেন বলে আমার বিশ্বাস।শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ফুটবলেও মনোযোগ দিতে হচ্ছে ফেডারেশনকে। ফুটবল অঙ্গনে গুঞ্জন প্রিমিয়ার লিগ থেকে কোন দল অবনমন হবে না বরং চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রোমোশন পাবে দুটি। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলছেন, এবারও দশটি ক্লাবই শীর্ষ লিগে অংশ নেবে। অর্থাৎ প্রমোশন ও রেলিগেশন নিয়ম মেনেই হবে।

ইমরুল হাসান আরও বলেন, না না সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রিমিয়ার লিগের দল বাড়ানোর আমাদের একটা চিন্তাভাবনা আছে যেটা আগামী মৌসুমে হবে। আমরা হয়ত বিসিএল থেকে আরও বেশি দলকে প্রমোশন দিয়ে দল বাড়াবো। জাতীয় স্টেডিয়াম নিয়ে ক্লাবগুলোর আগ্রহ থাকলেও, মাঠের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রিমিয়ার লিগে এই ভেন্যু নিয়ে পরিকল্পনা নেই লিগ কমিটির। তবে হতে পারে ফেডারেশন বা সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ।

তবে চ্যালেঞ্জ কাপ হবে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের হোম ভেন্যুতে। বাফুফের সিনিয়র সহসভাপতি আরও বলেন, টুর্নামেন্টগুলোর ফাইনাল কিংবা সেমিফাইনাল ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে করা গেলে অনেক দর্শক সমাগম হবে। জাতীয় দলের ফিফা উইন্ডোর পরই ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম। ৫ আসরের আশা বাঁচিয়ে রাখছে পেশাদার লিগ কমিটি।