এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে ৯ ও ১৪ অক্টোবর খেলবে বাংলাদেশ। আপাতত হাভিয়ের কাবরেরা ২৯ জনকে অনুশীলনে ডেকেছেন। যদিও মোহামেডানের খেলোয়াড়রা এখনও ক্যাম্পে যোগ দেননি। মঙ্গলবার প্রথমবার মাঠের অনুশীলন রয়েছে। তার আগে বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা প্রবাসী জায়ান আহমেদ ও কিউবা মিচেলকে নিয়েও নিজের অভিমত দিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ২১ বছর বয়সী ডিফেন্ডার প্রসঙ্গে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘জায়ানের প্রোফাইলটা (সামর্থ্য) আমরা দেখতে চাই। আমি নিজে দেখতে চাই জাতীয় দলের সঙ্গে সে কেমন করে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি সে বাড়তি কিছু দিতে পারবে। তাই স্কোয়াড নিয়ে আমি ইতিবাচক। হামজা ৬ অক্টোবর যোগ দেবে। শোমিত ৭ তারিখে কিছুটা দেরিতে আসবে। তবে আমাদের কাছে এখনও বড় ম্যাচগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে। সেন্টার-ব্যাক পজিশনে আমাদের কিছু সমস্যা আছে। এজন্য আমরা একজন অতিরিক্ত সেন্টার-ব্যাককে (শান্ত) ডাকতে চেয়েছি।’
আরেক প্রবাসী কিউবা মিচেল এখনও জাতীয় দলে ডাক পাননি। তবে কাবরেরা কিংসের ফুটবলারকে সময় দিচ্ছেন, ‘কিউবার প্রতিভা ও সামর্থ্য নিয়ে আমি ইতিবাচক। তবে ওর আরও কিছুটা সময় দরকার। অনূর্ধ্ব-২৩ দলে যেমন বেশি খেলার সুযোগ পায়নি। সে এখনও মানিয়ে নেয়ার প্রক্রিয়ায় আছে। তার সঙ্গে যোগাযোগ রেখেছি। ভবিষ্যতের জন্য আমরা ওকে নিয়ে ইতিবাচক। আপাতত এটা (তার না থাকা) বড় কোনও সমস্যা নয়।’