ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে খেলতে নবেম্বরে ঢাকায় আসছে আজারবাইজান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বাফুফে চাইছে নবেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট করতে। তাতে বাংলাদেশ ও আজারবাইজানসহ থাকবে আরও একটি দেশ। তবে অন্য কোনও দেশ নিশ্চিত না হলে শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ৭৪তম স্থানে থাকা আজারবাইজানের বিপক্ষে দুটি ম্যাচ হবে। বাফুফে কর্মকর্তা ফাহাদ করিম বলেছেন, ‘আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত হয়েছে। এখন আরও একটি দেশ হলে ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। বাফুফে সভাপতি তাই চাইছেন। যদি অন্য দেশ না পাই তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হবে- এটা নিশ্চিত।’
ফুটবল
নবেম্বরে ঢাকায় আসছে আজারবাইজান নারী ফুটবল দল
ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে খেলতে নবেম্বরে ঢাকায় আসছে আজারবাইজান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বাফুফে চাইছে নবেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট করতে।