কুয়েতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের স্বপ্ন শেষ হয়েছে। প্রথম ম্যাচে আল সিবের কাছে ৩-২ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে লেবাননের আল আনসারের কাছে ৩-০ গোলে। ম্যাচের শুরুতেই বসুন্ধরা কিংসের লিড নেওয়ার সুযোগ ছিল। চতুর্থ মিনিটে ফরোয়ার্ড দরিয়েলটন একান্ত সুযোগে বল গোলরক্ষক নাজি আসাদের শরীরে মারেন। ২২ মিনিটেও আরেকটি সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে হেবুসের ফ্রি-কিক থেকে আবুবকর জিবরিন আক্রমণটি গোলবারে হেড করেন এবং গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তা ক্লিয়ার করতে ব্যর্থ হন, ফলে কিংসকে প্রথম গোল হজম করতে হয়।

দ্বিতীয়ার্ধে শুরুতেই কিংস কিছু বড় সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে হিসেম খালফাল্লাহ আল আনসারকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। যোগ করা সময়ে হেবুসের গোলের মাধ্যমে লেবাননের দল তৃতীয় গোল নিশ্চিত করে। এই ফলাফলের মাধ্যমে বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান শেষ হয়। পরের ম্যাচে কুয়েত এসসির বিপক্ষে জিতলেও দলের লিগ থেকে বাদ পড়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।